সানি লিওন, যিনি নীল ছবির মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছিলেন, এখন বলিউডের অন্যতম সফল অভিনেত্রী। ২০১২ সালে নীল দুনিয়া ছাড়ার পর ‘Jism 2’ দিয়ে বলিউডে পা রাখেন তিনি। বর্তমানে সিনেমা, রিয়ালিটি শো ও বিজ্ঞাপনের শুটিংয়ে ব্যস্ত এই অভিনেত্রীর মোট সম্পত্তি প্রায় ৯৮ কোটি রুপি।
সানি লিওনের সম্পত্তি ও বিলাসবহুল জীবন
সানি লিওনের মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অত্যাধুনিক সুবিধাসহ একটি বাড়ি রয়েছে, যার নাম ‘Dream’, এবং এর মূল্য প্রায় ১৯ কোটি রুপি। এছাড়া মুম্বাইতেও রয়েছে তার একটি বিলাসবহুল বাড়ি।
তার গ্যারেজে নামীদামি ব্র্যান্ডের একাধিক গাড়ি রয়েছে। পাশাপাশি, তিনি নিজস্ব সুগন্ধী এবং রূপচর্চার সামগ্রী তৈরির ব্র্যান্ডের মালিক। তার সুগন্ধীর ব্র্যান্ডের নাম ‘Lust’, আর রূপচর্চার সামগ্রী ব্র্যান্ডের নাম ‘Star Struck’।
১৯৮১ সালের ১৩ মে কানাডার অন্টারিওতে জন্মগ্রহণ করা সানি মাত্র ১৮ বছর বয়সে নীল দুনিয়ায় পা রাখেন। ২০১১ সালে সাবেক নীল তারকা ড্যানিয়েল ওয়েবারকে বিয়ে করেন।
বলিউড তারকাদের সম্পত্তির তালিকায় সানি
অন্যান্য বলিউড তারকার সঙ্গে তুলনা করলে:
শাহরুখ খান: ৩,৪৫৪ কোটি রুপি
অমিতাভ বচ্চন: ২,৭৬৩ কোটি রুপি
হৃতিক রোশন: ২,৬০০ কোটি রুপি
সানি লিওন: ৯৮ কোটি রুপি
সানি লিওনের এই সাফল্য প্রমাণ করে, কঠোর পরিশ্রম এবং ইচ্ছাশক্তি দিয়ে জীবনের যেকোনো অধ্যায়কে বদলে দেওয়া সম্ভব।
