রাজধানীর বঙ্গবাজারে আগুনে পুড়ে ছাই হয়ে যায় বহু দোকান। উপার্জনের একমাত্র অবলম্বন হারান অনেক ব্যবসায়ী



 রাজধানীর বঙ্গবাজারে প্রায় দেড় বছর আগে আগুন লাগার ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ৩০ জনের নামে মামলা হয়েছে।

শুক্রবার রাজধানীর শাহবাগ থানায় কামাল হোসেন নামের এক ব্যক্তি বাদী হয়ে এ মামলা করেন। মামলায় ১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনছুর।পুলিশ কর্মকর্তা খালিদ মনছুর বলেন, বঙ্গবাজারে আগুনের ঘটনায় শাহবাগ থানায় সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকে প্রধান আসামি করে মামলা হয়েছে। মামলায় বাদীপক্ষ বলেছে, পূর্বপরিকল্পিতভাবে বঙ্গবাজারে আগুন দিয়ে দোকানপাট পুড়িয়ে

read more

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();